প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শেরপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

শেরপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
শেরপুরের নকলায় জেসমিন আক্তার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নকলা চন্দ্রকোনা পুলিশ ফাড়ির পুলিশ।
৪ অক্টোবর বুধবার সকালে চন্দ্রকোনা ইউনিয়নের বন্দটেকি এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
জেসমিনের বাড়ি নেত্রকোনার পূর্বধলায়। তাঁর পিতার নাম আবুল হোসেন।সে বন্দটেকি গ্রামের জানি মিয়ার ছেলে আশিকুর রহমান লাদেনের স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্র জানা গেছে চাকরির সুবাধে জেসমিন ও লাদেনের পরিচয় ও প্রেমের সম্পর্ক শুরু ঢাকায়। গত ২ মাস আগে তাদের বিয়ে হয়।
বিয়ের পর লাদেন জানতে পারে এটা জেসমিনের দ্বিতীয় বিয়ে। এ ঘটনাকে কেন্দ্র তাঁদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়।
৪ অক্টোবর বুধবার সকালে জেসমিন স্বামীর বাড়িতে তাঁর শয়নকক্ষে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. আবু সাইম জানান খবর পেয়ে জেসমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন