প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

যথাযত সম্মানে বীর মুক্তিযোদ্ধা সোমচাঁদ দাসের পরলোকগমন

শাল্লার বীর মুক্তিযোদ্ধা সোমচাঁদ দাসের পরলোকগমন
শাল্লার হবিবপুর ইউনিয়নের পুটকা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সোমচাঁদ দাস পরলোক গমন করেছেন। বুধবার ভোরে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত কারণে তিনি
বেশ কয়েক বছর যাবত অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে, নাতি নাতনি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
সকাল ১০ টায় পুটকা গ্রামে নিজ বাড়িতে সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন এর নেতৃত্বে একদল পুলিশ তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করেন ।
এই সময় সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক, গণমাধ্যমকর্মী,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন।
পরে পুটকা গ্রামের শ্মশান ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন