শাল্লার বীর মুক্তিযোদ্ধা সোমচাঁদ দাসের পরলোকগমন
শাল্লার হবিবপুর ইউনিয়নের পুটকা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সোমচাঁদ দাস পরলোক গমন করেছেন। বুধবার ভোরে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত কারণে তিনি
বেশ কয়েক বছর যাবত অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে, নাতি নাতনি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
সকাল ১০ টায় পুটকা গ্রামে নিজ বাড়িতে সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন এর নেতৃত্বে একদল পুলিশ তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করেন ।
এই সময় সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক, গণমাধ্যমকর্মী,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন।
পরে পুটকা গ্রামের শ্মশান ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।