প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মহেশখালী যুব সমাজ মাদকের কারণে নষ্ঠ

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় মাতাবাড়ি উত্তর শিকদার পাড়া যুব সামাজ মাদক কারণে নষ্ট।
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার এক নং মাতাবাড়ি ইউনিয়ন পরিষদের উত্তর শিকদার পাড়া দুই নং ওয়ার্ডের
বিশিষ্ট মাদক ব্যবসায়ীদের কারণে যুবক ও যুবতীরা মরন বিষাক্ত ইয়াবা ট্যাবলেট শ্রবন করেন। ও গাজা শ্রবণ করেন । ও দেহ ব্যবসায়ী চরম চলে। আরোও ডাকাত সহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকর্ম সহ যুব সমাজকে নষ্ট করে দেয়। তাই ওদেরকে ধরার জন্য এলাকাবাসী বিশেষ অভিযোগ জানাচ্ছি প্রশাসনের কাছে। এবং এই ব্যবসায়ী প্রশাসনকে ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় মাদক প্রচার করে। আরোও অভিযোগ করা হয় চেয়ারম্যান ও মেম্বার কাছে এদের কে ধরিয়ে দিন আইনের কাছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন