প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

চৌদ্দগ্রামে র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ একই পরিবারের তিনজন আটক

চৌদ্দগ্রামে র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ একই পরিবারের তিনজন আটক ।
কুমিল্লার চৌদ্দগ্রামে ৩০০ বোতল ফেনসিডিলসহ একই পরিবারের ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব বৃহস্পতিবার( ৭ এপ্রিল) বিকালে গোপন সংবাদের ভিজিতে উপজেলার উজিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো উপজেলার উজিরপুর গ্রামের মৃত্যু লাল মিয়া এর ছেলে মো সিদ্দিকুর রহমান তার স্ত্রী আসমা বেগম (৪২) ছেলে মো হোসেন (১৯) শুক্রবার সকালে র‍্যাব ১১ সিপিসিহ কোম্পানি অধিনায়ক মেজর মো সাকিব হোসেনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য টি নিশ্চিত করেছেন। তিনি জানান গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এই এলাকা থেকে ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রকৃিয়াধীন মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন