“শৈশব”
মোঃসাগর আহমেদ
হে শৈশব, স্মৃতির মাঝে জড়িত,
তুমি মোর মনে।
ছন্দের নীরব বাক্যের মাঝে।
যাঁহার লগে সতত করি মিনতি,
তাঁহা বুঝি আর হইল না দেখা।
স্মৃতির মাঝে চরণ ফেলিয়া,
দেখি তোমায় আঁখি ভরিয়া।
যেথায় তুমি ছিলে মোর সাথে,
তোমায় ছাড়া নিঃস্ব আমি
শূন্যতার ছাঁয়ার মাঝে।
নন্দিত তুমি ধরনীর বুকে,
মোর আপন প্রাণের শনে।