প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ এসপি হিসেবে গাইবান্ধার কামাল হোসেন নির্বাচিত

মোস্তাকিম রহমান,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ রংপুর রেঞ্জের ৮টি জেলার মধ্যে গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ পুলিশ সুপার (এসপি) হিসেবে নিবার্চিত হয়েছেন গাইবান্ধার কামাল হোসেন পিপিএম।

রোববার (১২ মে) দুপুরে পুলিশ সুপার কার্যালয় থেকে এতথ্যটি জানানো হয়।

এর আগে শনিবার (১১ মে) রংপুর রেঞ্জ কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভার সভাপতি রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন রংপুর রেঞ্জের ০৮টি জেলার মধ্যে শ্রেষ্ঠ হিসেবে গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন পিপিএমকে শ্রেষ্ঠ পুলিশ সুপারের সম্মাননা স্মারক প্রদান করেন।

জানা যায়, রংপুর রেঞ্জের ০৮টি জেলার মধ্যে গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন পিপিএম কর্তৃপক্ষের সার্বিক দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক কারবারি গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদানসহ সার্বিক বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে তিনি নির্বাচিত হন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন