প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

মানবতার আহ্বান

ফরহাদুল ইসলাম জুয়েল

আমার এতো ভাবনা কি

গরুর দাম বাড়লে

পকেট যাদের ভারী আছে

তাদের পকেট ঝাড়লে?

খামারিরা গরু পালে গরুর

অনেক দাম

টাকা রাখার জায়গা নাই

যার তাদের দরকার নাম।

কৃষক বেটা মানুষ নাকি গরু

পালে গোটা তিন

কোরবানিতে গরু বেঁচে বছর

ভর্তি শুধায় ঋণ,

চাষা বলে গালি দিয়া মজা

মারে ভজা ভাই

দালাল চক্রের পাল্লায় পরে

গুনে দেখে চালান নাই।

দামী পোশাক গায়ে পরে

গলায় দিয়ে রঙিন টাই

সে-ও নাকি গরু পালে কিন্তু

পালন করতে দেখি নাই,

এদের আছে বাজার জুড়ে

বিশাল একটা সিন্ডিকেট

কে যে কখন নিখোঁজ হবে

তাদের করলে ইন্ডিকেট।

তারা ওরা মিলেমিশে দেশের

সম্পদ গিলছে

নিম্ন আয়ের মানুষ গুলোর কি

আদৌও কিছু মিলছে?

কে নেবে এই নিম্ন আয়ের

মানুষ গুলোর খোঁজ

পেটের খাবার যোগাড়

করতে যারা যুদ্ধে নামে রোজ।

গরুর মাংস চাই না আমরা

ওটা তোমরা খাও

অন্তত এই অসহায়দের সবজি খেতে দাও,

মধ্যস্বত্ব ভোগী যারা ধরি

তোমার হাত

বাজার মূল্য কমাও ভাই

যোগাই পেটের ভাত।

অল্প আয়ের মানুষ মোরা

দৌলতের নাই স্বপন

কুঁড়ে ঘরে করতে পারি

সুখের বীজের বপন,

এতো পয়সা কি করবে ভাই

তুমিও যাবে চলে

মানব কূলের কল্যাণ

হবে তুমি একটু উদার হলে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন