প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

দালালের দৌরাত্ম্যে দিশেহারা প্রবাসীরা

দালালের দৌরাত্ম্যে দিশেহারা প্রবাসীরা।

প্রতিদিনই হাজার হাজার শিক্ষিত ছেলে মেয়েরা বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে এর মূল কারণ বেকারত্ব। সামাজিক ও ব্যক্তি জীবনে বেকারত্ব একটি অভিশাপ। দেশে বেকারত্ব গোছানোটাই বড় দায়। বেকারত্বের অভিশাপে অধিকাংশ ছেলে মেয়েরাই ডিপ্রেশনে ভোগে আত্নহত্যার সম্মুখীন হয়। দেশের পরিস্থিতি বিবেচনায় লক্ষ্যধিক শিক্ষিত বেকার ছেলে মেয়েরা কর্মের সন্ধ্যানে বিদেশে পাড়ি জমিয়েছে। দেশে শিক্ষিত বেকারদের প্রথম পছন্দ ইউরোপ আমেরিকা হলেও পরিস্থিতি ও আর্থিক অবস্থা বিবেচনায় মধ্যপ্রাচ্যে ঝুঁকতে বাধ্য হয়। শ্রমবাজারে তুলনায় দুবাই,কাতার,বাহরাইন, সৌদি আরবে এসব দেশে বাংলাদেশিরা বিভিন্ন কাজে অধিকাংশ প্রবাসীরা কর্মরত। বেশিরভাগ এজেন্সি মাধ্যমে কর্মী এসে প্রতারণার স্বীকার হচ্ছে। পাতানো হচ্ছে ফাঁদ। স্বল্প মেয়াদে ভিসায় সাধারণ কর্মীদের থেকে অতিরিক্ত অর্থ আদায় করে থাকে সুবিধা ভোগীরা। কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মাসের পর মাস না খেয়ে মানববেতর জীবনযাপন করে নব্য প্রবাসীরা আবার ঋণের বোঝা মাথায় নিয়ে দিনে পর দিন দুঃশ্চিন্তায় ভোগে আত্নহত্যা পর্যন্ত করে থাকে। স্বপ্ন যখন দুঃস্বপ্নের পরিণত। এ যেন এক অর্থ দিয়ে দুঃশ্চিতার ভার ক্রয়। আসুন সবাই সচেতন হয়, দালালে খপ্পড় থেকে বাঁচি। সঠিক সিদ্ধান্তে স্বপ্নের ঠিকানা তৈরি করি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন