প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শিবপুরবাসীকে দিতে এসেছি নিতে আসি নাই, ফেরদৌসী ইসলাম

 মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ অদ্য ১১/৫/২৪ ইং শনিবার বিকালে নরসিংদীর শিবপুর উপজেলা ঐতিহ্যবাহী পুটিয়া বাজার ও ত্রিমোহনী মোড়ে গণসংযোগ ও পথসভা করেন ,শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শিবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ এর সভাপতি ফেরদৌস ইসলাম। তিনি পুটিয়া বাজার ও ত্রিমোহনী মোড়ে প্রতিটি দোকান ব্যবসায়ীদের ও উপস্থিত জনসাধারণের সাথে মতবিনিময় ও পথসভা করেন। তিনি বলেন আমার রাজনীতিতে নির্বাচন করার উদ্দেশ্য একটাই ,আমি শিবপুর বাসির ভাগ্য উন্নয়ন করার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছি, আপনারা আমাকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট দিয়ে জয়যুক্ত করিলে আমি শিবপুর কে একটি আধুনিক ডিজিটাল ,মডেল শিবপুর হিসেবে উপহার দিব । আমরা নিতে আসি নাই, দিতে এসেছি ,আমাদের কোন চাওয়া পাওয়া নাই, অভাব অনটন নাই , আমরা শুধু চাই শিবপুরবাসীর উন্নয়ন জনসাধারণের উন্নয়ন, শিবপুর বাসি ও গরিব-দুঃখীদের ন্যায্য অধিকার সঠিকভাবে বন্টন করার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি আশা করি আপনারা ২৯ তারিখে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করিবেন ইনশাল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগ এর শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল আলম সরকার, শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগ এর সহ-সভাপতি সাইদুর রহমান সরকার, নরসিংদী জেলা কৃষক লীগ এর সদস্য আলমাছ মিয়া,শিবপুর উপজেলা তাঁতী লীগ এর সাবেক সভাপতি হানিফ মিয়া, পুঠিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ কাউসার আলম সরকার, পুটিয়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড ভরতের কান্দী স্বেচ্ছাসেবী লীগ এর সাবেক সভাপতি আতাউর রহমান, ৯ নং ওয়ার্ড যুবলীগ এর সাবেক সভাপতি মোয়াজ্জেম মিয়া প্রমুখ। পুটিয়া সোনালী ব্যাংক মার্কেট ব্যবসায়ী আব্দুল কাদির মোল্লার দোকানে ফেরদৌসী ইসলাম এর পথসভায় উপস্থিত জনসাধারণ দল মত নির্বিশেষে ফেরদৌসী ইসলামকে শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসাবে ভোট দেওয়া ব্যাপক আশ্বাস দেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন