প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

খেলাধুলা মানুষকে মাদক মুক্ত ও নিষ্পাপ রাখে আলহাজ্ব সাখাওয়াৎ হোসেন সুমন

 মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী: নরসিংদীর শিবপুর উপজেলা কামরাব ইউ সি বি ব্যাংক মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট খেলা ২০২৪ ইং আদ্য ১১/৫/২৪ ইং শুক্রবার রাএ ফাইনাল খেলারয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব সাখাওয়াৎ হোসেন সুমন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও সাবেক মহাসচিব বি এল সি এফ এ এবং স্ট্যান্ডিং কমিটির সদস্য এফ বি সি সি আই । তিনি বলেন কামরাব উচ্চ বিদ্যালয় মাঠ একটি ঐতিহ্যবাহী খেলার মাঠ, এই মাঠে আমি ফুটবল খেলেছিলাম ১৯৯৯ ইং সালে, তখন বাংলাদেশ জাতীয় দলের প্রায় ২৫ জন ফুটবল খেলোয়াড় উপস্থিত ছিলেন, আমার সৌভাগ্য হয়েছিল তাদের সাথে এই মাঠে ফুটবল খেলায় অংশগ্রহণ করার। সেই খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেছিল গিলাবের ফুটবল একাদশ বনাম বাজনাব ফুটবল একাদশ, বাজনাব ফুটবল খেলার অধিনায়ক ছিলেন রাকিব ভূইয়া ওনার নেতৃত্বে আসছিলেন আর গিলাবের কৃতি সন্তান সাবেক অধিনায়ক ছিলেন জুয়েল রানা ও আমিনুল হক, উনারা ও খেলা দেখতে আসছিলেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এই মাঠে আজ আমি প্রধান অতিথি হিসেবে এসেছি ,আমি জানি এই কামরাব মানুষ সর্বসময় খেলা প্রেমিক মানুষ, ক্রিয়া প্রেমিক মানুষ ,আজ গভীর রাত পর্যন্ত এই খেলা দেখার জন্য আপনারা বসে আছেন ,এটা নিঃসন্দেহে একটি ভালো দিক এই জয়নগর ইউনিয়নকে আপনারা পারবেন আলোর মুখ দেখাতে । যারা খেলাধুলায় মুগ্ধ থাকেন খেলাধুলায় তাদেরকে নিষ্পাপ রাখেন । তাদেরকে মাদক স্পর্শ করিতে পারেনা, যে সময়টা খেলা দেখেন সে সময়টা নিষ্পাপ রাখেন , আজকে যারা খেলা দেখছেন তারা এখন পাপ থেকে দূরে আছেন ,পাপ থেকে মুক্ত আছেন । খেলাধুলা নিঃসন্দেহে ভালো দিক , আমি চাই জয়নগর ইউনিয়ন সহ শিবপুরের সর্বাধিক দিয়ে সর্বসময় খেলাধুলার আয়োজন করুক ,আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে ,আমি পলিটিক্স বুঝিনা, আপনারা যে কোন সময় আমাকে ডাকবেন আমাকে পাবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করিব ইনশাল্লাহ। ফুলকুঁড়ি কিন্ডার গার্ডেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নূর মোহাম্মদ তপন এর সভাপতিত্বে উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন নাদিম সরকার চেয়ারম্যান জয়নগর ইউনিয়ন পরিষদ, মুক্তার হোসেন সাধারণ সম্পাদক জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগ, রিপন ভূঁইয়া ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী শিবপুর উপজেলা পরিষদ, প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন