প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কুমিল্লায় চৌদ্দগ্রাম থানা কর্তৃক ১০০ বোতল ফেন্সিডিল ও ০১ টি প্রাইভেটকার উদ্ধার

মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি: চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ)/মোহাম্মদ আলমগীর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চৌদ্দগ্রাম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, পরোয়ানা তামিল ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন চৌদ্দগ্রাম পৌরসভাস্থ চট্টগ্রাম টু ঢাকা মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট করাকালে চৌদ্দগ্রাম বাজারের দক্ষিণ মাথায় মতিন মাইকের দোকানের সামনে পাকা রাস্তার উপর দিয়ে ০১ টি প্রাইভেটকার ঢাকামুখী আসতে দেখে গাড়ীটি থামানোর জন্য সংকেত দিলে ড্রাইভার প্রাইভেটকারটি থামিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে অজ্ঞাতনামা চালকের ফেলে যাওয়া প্রাইভেটকারটি তল্লাশী করে প্রাইভেটকারের পিছনের ডালার ভিতর হতে ১০০ বোতল ফেন্সিডিল, যার সর্বমোট ওজন ১০ লিটার ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার, যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-১২-২৮৩৮ উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানার মামলা নং-১০, তারিখ-১০/০৫/২০২৪ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ)/৩৮ রুজু করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন