প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জলঢাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে বন্ধুমহলের অর্থ সহায়তা

ভবদিশ চন্দ্র,জলঢাকা(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক পরিবারকে নগদ ১০ হাজার টাকা অর্থ সহায়তা করেছে এসএসসি ব্যাচ ৯৫ এর স্বেচ্ছাসেবী সংগঠন “বন্ধুমহল ফাউন্ডেশন”। শুক্রবার বিকেলে উপজেলার শৌলমারী ইউনিয়নের ৭ নং ওয়াডের ক্ষতিগ্রস্ত ধীরেন্দ্রনাথ রায় বাঁকার হাতে এই অর্থ তুলে দেন বন্ধু মহল ফাউন্ডেশন পরিচালনা পর্ষদ এর ব্যবস্থাপনা পরিচালক মো: শাহীদুজ্জামান শাহীদ, ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: তাজুল ইসলাম, সাধারন সম্পাদক শামীম নেওয়াজ, মোশফেকুর রহমান মিজু, জাহেদুল ইসলাম, নুর আমীন, ডা: আনোয়ারুল ইসলাম, কামরুল ইসলাম প্রমুখ। জানা যায় – স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু মহল ফাউন্ডেশন ৯৫ নীলফামারী জেলা জুড়ে, খাদ্য সামগ্রী, বস্ত্র, কম্বল, জটিল রোগী ও বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্ত অসহায় মানুষের পাশে দাড়িয়ে কাজ করে চলেছে।###

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন