প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

পঞ্চগড়ে জেলা আনছার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে জেলা সমাবেশ ২০২৩ অনুষ্ঠিত হয়

শান্তি শৃংখলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে জেলা সমাবেশ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩-অক্টোবর) ২০২৩ খ্রিস্টাব্দ ইং তারিখে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এই জেলা সমাবেশ ২০২৩ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস পরিচালক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রংপুর রেঞ্জ রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ জিয়াউল হাসান পরিচালক (ক্রিয়া ও সংস্কৃতি) ও পরিচালক (এস্টেট সেল)- অতিরিক্ত দায়িত্ব আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা। জনাব এস,এম, সিরাজুল হুদা পিপিএম পুলিশ সুপার পঞ্চগড়। জনাব মোঃ শফিউল আযম জেলা কমান্ডেন্ট, আনসার ও ভিডিপি, পঞ্চগড়। জনাব রাসেল জমাদার উপ-পরিচালক, জেলা এনএসআই পঞ্চগড়।আয়োজিত জেলা সমাবেশে সভাপতিত্ব করেন জনাব মোঃ জহুরুল ইসলাম, জেলা প্রশাসক পঞ্চগড়। এ সময় জেলার পাঁচ উপজেলার ২৫০ জন কর্মরত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অংশ নেয়। অনুষ্ঠান শেষে জেলা কমান্ডারের পক্ষ থেকে জেলা, উপজেলা ও ইউনিয়নের ভালো কাজের স্বীকৃতি স্বরুপ সদস্য সদস্যাদের মাঝে ৫ জনকে স্পেশাল পুরুস্কার সহ ৯ টি বাইসাইকেল, ২২টি ছাতা, ও ২১৪ টি মগ উপহার দেওয়া হয়।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন