প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কুষ্টিয়ায় রেল ব্রিজের নীচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার হৃদয় রায়হান

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার: কুমারখালীতে এক অজ্ঞাত ব্যক্তির বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ মে) সকাল ১০টার দিকে কুষ্টিয়ার উপজেলার চাপড়া ইউনিয়নের গড়াই রেল ব্রিজের নীচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির এক পায়ে ক্ষত চিহৃ রয়েছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা গত বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল ৫টা পর্যন্ত যেকোনো সময়ের মধ্যে ট্রেনের ধাক্কায় দূর্ঘটনা ঘটতে পারে। স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যা পর্যন্ত এখানে কোনো মরদেহ ছিলো না। তবে আজ সকালে এক বয়স্ক ব্যক্তির মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে কুমারখালী থানার এস.আই মো. নুরন্নবী জানান, নিহতের পরিচয় জানার জন্য ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে চেষ্টা চলছে। এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন