প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ফুলছড়ি  উপজেলা পরিষদ চেয়ারম্যোন নির্বাচিত হলেন আবু সাঈদ

মেহেদী হাসানঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আবু সাঈদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি মটরসাইকেল প্রতীকে ৩০ হাজার ৪৯৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঘোড়া প্রতীকে জিএম সেলিম পারভেজ পেয়েছেন ১৩ হাজার ৭৬ ভোট। এদিকে, ফুলছড়ি উপজেলায় চশমা প্রতীকে রাসেল বিন ওয়াহেদ ১২ হাজার ২১৩ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি টিউবয়েল প্রতীকে আব্দুস ছাত্তার পেয়েছেন ১০ হাজার ৯০৫ ভোট। এছাড়া হাঁস প্রতীকে রাসেদা বেগম ১৮ হাজার ৯০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রজাপতি প্রতীকে শাখিয়া পারভীন পেয়েছেন ১২ হাজার ৫৩৬ ভোট।

অপরদিকে, সাঘাটা উপজেলায় গ্যাস সিলিন্ডার প্রতীকে রোস্তম আলী ৮ হাজার ৭১৬ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বই প্রতীকে মিলন সরকার পেয়েছেন ৫ হাজার ২৭৩ ভোট। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকে রওশন আরা বেগম ১৭ হাজার ৫৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নাজনীন বেগম হাঁস প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৪৬০ ভোট।
এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মোত্তালিব বলেন, কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়া অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন