প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দাউদকান্দি পৌরসভার বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মহিনুল হাসান

আজ ৩রা অক্টোবর রোজ মঙ্গলবার দাউদকান্দি পৌরসভার বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নমূল কার্যক্রম পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মহিনুল হাসান ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান । প্রতিষ্ঠানের কার্যক্রম ঠিকমতো হচ্ছে কিনা দায়িত্ব ও কর্তব্যর সাথে কাজকর্ম করছে কিনা সর জমিনে গিয়ে তিনি দেখে আসেন, এবং প্রতিষ্ঠানের কাজগুলো নিখুঁতভাবে করার উপদেশ দেন,
এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জিয়াউর রহমান, উপজেলা তাঁতী লীগের সভাপতি রুবেল আহমেদ। তিনি দাউদকান্দি বিশ্বরোড (মডেল মজিদের পাশে) মুক্তিযোদ্ধা মার্কেট, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, থেকে শুরু করে মাদ্রাসা, এতিমখানা, প্রাইমারি স্কুল, ঈদগাহ মাঠ ও দাউদকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন ভবনসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় কবরস্থান কমিটির সম্মানিত সদস্য দের খোঁজ খবর নেন এবং উন্নয়নমূলক কাজের পরামর্শ দেন । উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে স্মার্ট বাংলাদেশ। তাই আমাদের সবাই মিলে মিশে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন