প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

ভোট বর্জনের ঘোষণা প্রত্যাহার করলেন ২ চেয়ারম্যান পদপ্রার্থী

আনোয়ার হোসেন- স্টাফ রিপোর্টারঃ নওগাঁর নিয়ামতপুরে ২১ মে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা প্রত্যাহার করে নিলেন সেই দুই চেয়ারম্যান পদপ্রার্থী। গত রোববার তাঁরা ফেসবুকে লাইভে এই ঘোষণা দেন। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা শেষে নির্বাচন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। গত রোববার ফেসবুক লাইভে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় থাকা নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ঈশ্বর চন্দ্র বর্মণ নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এ নিয়ে রাজনৈতিক মহলে চলছিল আলোচনা-সমালোচনা।আতঙ্কিত হয়ে ছিল কর্মী ও সাধারণ ভোটার।গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়া তিন পদের সব প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হলে ভোট বর্জন করা দুই প্রার্থী আবারও নির্বাচন করার ঘোষণা দেন।ফেসবুক লাইভে গতকাল আবুল কালাম আজাদ এবং আজ বুধবার ঈশ্বর চন্দ্র বর্মণ ফেসবুক লাইভে আবারও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। ৮/৫/২০২৪/

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন