প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

অসহায় পরিবারকে স্বাবলম্বী করার লক্ষে “সেলাই মেশিন” প্রদান

 মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি: সোনালী সমাজ ফাউন্ডেশন (SSF) “দান নয় স্বাবলম্বী করাই আমাদের লক্ষ” এমন প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাবলম্বী প্রজেক্টের মাধ্যমে চিওড়া ইউনিয়ন নেতড়া গ্রামের একজন অসহায় বোনের পরিবারের আয়ের উৎস বললে কিছুই নেই। মানবিক দৃষ্টিকোন থেকে বিবেচনা করে এই অসহায় বোনকে স্বাবলম্বী করার লক্ষে একটি সেলাই মেশিন ও অন্যান্য সরঞ্জামাদী প্রদান করা হয়। আমরা আশা করি, আপনাদের এমন মানবিক সাড়া দেয়ার গুণাবলী অদূর ভবিষতে ও ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি আপনাদের দেওয়া অর্থ স্বচ্ছতার সঙ্গে ব্যয় হলে আপনারা ভবিষ্যতে অর্থ দানে আরো আগ্রহী আরো উদ্বুদ্ধ হবেন। আপনারা মানবিকতার পাশে থাকলে।মানবতার জয় হবেই। ইনশাল্লাহ।  জয় হোক মানবতার  সোনালী সমাজ ফাউন্ডেশন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন