প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

টেকনাফের জাহেদ হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে ইয়াবা বহনের সময় এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গত রোববার সন্ধ্যায় বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে তাঁকে আটক করা হয়।

আটক যাত্রীর নাম মো. জাহেদ হোসেন (২৫)। তিনি কক্সবাজার থেকে একটি ফ্লাইটে ঢাকায় আসেন। তাঁর কাছ থেকে সাড়ে ৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

জাহেদ কক্সবাজারের টেকনাফের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. আ. গফুর।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক সোমবার গণমাধ্যমকে বলেন, ‘জাহেদ গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে কক্সবাজার থেকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এ সময় এপিবিএনের গোয়েন্দা দলের সন্দেহ হলে তাঁকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি পাকস্থলীতে ইয়াবা বহনের কথা স্বীকার করে।’

জিয়াউল হক জানান, পরে জাহেদকে উত্তরার হলিল্যাব ডায়গনস্টিক সেন্টারে নিয়ে এক্সরে করা হলে পাকস্থলীতে ছোট ছোট ৭২টি প্যাকেটের অস্তিত্ব ধরা পড়ে। রাতেই তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় এবং পেট থেকে ইয়াবার প্যাকেটগুলো বের করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘জাহেদ বলেছেন, প্রতি হাজার পিস ইয়াবা বহনের জন্য তিনি ১০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হন। এই চালান পৌঁছে দিতে পারলে তিনি প্রায় ৪০ হাজার টাকা পেতেন।’

জাহিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান জিয়াউল।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন