প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

জয়পুরহাটে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ভোট গ্রহণ চলছে

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান,জয়পুরহাটঃ জয়পুরহাটে গুরি গুরি বৃষ্টির মধ্যদিয়ে প্রথম ধাপে তিনটি উপজেলায় কালাই, ক্ষেতলাল আক্কেলপুরে ভোট গ্রহণ চলছে।বুধবার (৮ মে) সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকাল ৪ টা পযন্ত। তবে সকালে ভোটার উপস্থিত ছিল খুবই কম।তিনটি উপজেলায় ১০৯ টি কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ৪০ হাজার ৭৬৯ জন। এর মধ্যে নারী ভোটার ১লাখ ৭১ হাজার ৩২০ জন, পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৪৮ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।আক্কেলপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ২ জন, ভাইস চেয়ারম্যান ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন।ক্ষেতলাল উপজেলার চেয়ারম্যান প্রার্থী ৪ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন,মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৬ জন।কালাই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ৭, মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন।তিন উপজেলায় সর্বমোট ৩৪ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন