প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মির্জাপুর জয়ের পাড়া ও লাল বাড়িতে গনসংযোগ করলেন  মো: শওকত মিয়া

আনোয়ার হোসেন,স্টাফ রিপোর্টার: ০৭ /৫/২০২৪ ইং রোজ মঙ্গলবার গোড়াই ইউনিয়নের জয়ের পাড়া ও লাল বাড়িতে’ গনসংযোগ করেন মো:শওকত মিয়া। ৫ জুন আসন্ন মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি এ দু’টি উঠান বৈঠকে অংশগ্রহণ করেন। এ সময় এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ লোকজনের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ারমতো। উঠান বৈঠকে বক্তব্য রাখেন জনাব মোঃ মোশারফ হোসেন সাধারণ সম্পাদক, গোড়াই ইউনিয়ন পশ্চিম আওয়ামী লীগ । আরো বক্তব্য রাখেন যুবলীগ নেতা পায়েল, স্বেচ্ছাসেবক লীগ নেতা শিশির ,লিটন মেম্বার, ছাত্রলীগ নেতা সহ মোঃ শওকত মিয়ার অন্যান্য সফর সঙ্গীরা এ সময় বক্তব্য রাখেন । ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মোঃ শওকত মিয়া তার বক্তব্যে বলেন আমি আপনাদের বাড়ির মানুষ ঘরের মানুষ প্রত্যেক লোকজন একজন করে শওকত হয়ে আমার জন্য সকলের কাছে ভোট প্রার্থনা করবেন এই আশা রাখি । আমি সাধারণ মানুষের পাশে পূর্বেও ছিলাম,নির্বাচিত হলেও আপনাদের পাশে থাকব।আমি নেতা নই,বরং জনগণের সেবক হতে চাই।সাধারণ মানুষের পাশে থেকে তাদের উন্নয়নে কাজ করে যেতে চাই।এজন্য দোয়া ও সমর্থন চাইতে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি নির্বাচিত হলে মির্জাপুর উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানে সদাসচেষ্ট থাকব। সব সময় সাধারণ মানুষের কষ্ট দুর্ভোগ দূর করতে কাজ করে যাব ইনশাআল্লাহ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন