প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পাবনায় ইউরেনিয়াম হস্তান্তর উপলক্ষ্যে আ.লীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

পাবনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং অভিনন্দন জানিয়েছেন ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ । রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগামী বৃহস্পতিবার (৫ অক্টোবর) ইউরেনিয়াম হস্তান্তর উপলক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) রূপপুর মোড় থেকে ঢাকঢোল বাদ্য বাজনার তালে তালে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর নের্তৃত্বে আনন্দ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রকল্পের গ্রীণসিটি এলাকায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, পাকশী ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, সলিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম বিশ্বাস, মতলেবুর রহমান মিনহাজ্ব ফকির, দপ্তর সম্পাদক আজিজুর রহমান চঞ্চল, সহ-সভাপতি শহিদুল আলম পাখি, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন খান, মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমানিবক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের ‘ফ্রেস নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের প্রথম চালান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রকল্প এলাকায় পৌঁছায়।

আগামী ৫ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভার্চুয়াল উপস্থিতিতে প্রকল্প কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে পরমানু জ্বালানি ইউরেনিয়াম হস্তান্তর করা হবে। এর মাধ্যমে বাংলাদেশ ৩৩তম দেশ হিসেবে পরমানু বিশ্বে নাম লেখাতে যাচ্ছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন