প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ ভোটের লড়াইয়ে অ্যাডভোকেট চানমিয়া

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : আসন্ন দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে কোমর বেঁধে মাঠে নেমেছেন অ্যাডভোকেট চানমিয়া। প্রার্থীতা বৈধতা পাওয়ার পর থেকে তিনি প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আগামী ২৯ মে দোয়ারাবাজার উপজেলায় নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। অ্যাডভোকেট মোঃ চানমিয়া আওয়ামী ঘরানার একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ এবং বিজ্ঞ আইনজীবি। সুনামগঞ্জ জেলার সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনেও রয়েছে তাঁর ব্যাপক পদচারণা । ছাত্রজীবন থেকে রাজনীতি তাঁর হাতেখড়ি। যৌবনের শুরুতে বাম রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে তৎকালে তিনি সকলের নজর কেড়েছেন। ছিলেন এক তুখোড় ছাত্রনেতা। দীর্ঘদিন ধরেই রাজনীতি এবং আইনপেশার পাশাপাশি তিনি একজন শিক্ষা ও সংস্কৃতির অনুরাগী এবং পৃষ্ঠপোষকতা করে আসছেন। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় ইতোমধ্যে তিনি সকলের নজর কেড়েছেন। একজন আলোকিত শিক্ষানুরাগী হিসেবে অ্যাডভোকেট মো. চানমিয়া নিজ জন্মস্থান দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নে হাজী নুর উল্লাহ তালুকদার দশগাঁও উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ওই শিক্ষা প্রতিষ্ঠানের কারণেই এলাকার সুবিধাবঞ্চিত ছেলে-মেয়েরা শিক্ষা গ্রহণ করার সুযোগ পাচ্ছে। এছাড়াও পৌর শহরের ষোলঘরে প্রতিষ্ঠিত ‘আলী ফরিদ মেমোরিয়াল কিন্ডার গার্ডেন’ এর পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ইতোপূর্বে তিনি সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন এবং তাঁরই সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কাজকে শহর থেকে গ্রামাঞ্চলে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে চানমিয়া তৃণমূল পর্যায়ে নিজেকে নিয়োজিত রেখেছেন। চানমিয়া রাজনৈতিক অঙ্গনে ক্লিন ইমেজধারী একজন ব্যক্তি। পেশাগত জীবনে তাঁর সততার জন্যই তিনি সব মহলে জনপ্রিয় মানুষ। চানমিয়া সুনামগঞ্জের প্রয়াত মেয়র আয়ুব বখ্ত জগলুলের খুব কাছের মানুষ ছিলেন। ছাতক-দোয়ারাবাজার আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিকের আস্থাভজন ব্যক্তি হিসেবেও এখন জনগণের আরও কাছাকাছি থাকতে চান। অ্যাডভোকেট চানমিয়া একজন সমাজহিতৈষী ও বরেণ্য শিক্ষাবিদ হিসেবে আসন্ন দোয়ারাবাজার উপজেলা পরিষদের -নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করে দীর্ঘদিন ধরে মাঠে রয়েছেন। ইতোমধ্যে উপজেলার সর্বস্তরের জনগণের সাথে তাঁর যোগাযোগ অব্যাহত রয়েছে। অ্যাডভোকেট চানমিয়া বলেন, আমি ছাত্রকাল থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছি। প্রচলিত ধারার বাইরে গিয়ে রাজনীতির ময়দানে সবসময় নিজেকে সম্পৃক্ত রেখে মানুষের কল্যাণের জন্য নিবেদিত থাকার চেষ্টা করেছি। জনগণ আমাকে সমর্থন এবং নির্বাচিত করলে আমি দোয়ারাবাজার উপজেলাকে একটি আধুনিক ও সমৃদ্ধ উপজেলায় রুপান্তরিত করতে চাই।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন