মোঃ সাহাবুল আলম ,স্টাফ রিপোর্টার: নাটোরের সিংড়ায় ধান বোঝায় রাশিয়ান ট্রলি উল্টে গিয়ে মোঃ আরমান (১৮) নামের এক চালকের ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ০৯.৩০ মিনিটের দিকে উপজেলার পৌরসভার উত্তর দমদমা মাঠে এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলি চালক সিংড়া পৌরসভার উত্তর দমদমা কাটাজলা এলাকার মোঃ গোলাম মোস্তফার ছেলে। স্থানীয়রা জানান, উত্তর দমদমা মাঠে ধান ভর্তি ট্রলি গাড়ি নিয়ে মাঠের মধ্যে থেকে রাস্তায় উঠার সময় ট্রলি উল্টে গিয়ে সে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।পরে নিহতের পরিবার ও আত্তিয় স্বজনের অনুরোধে লাশটি হস্তান্তর করা হয়েছে।