সুজন কুমার ভৌমিক, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬(ছয়)কেজি গাজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে রায়গঞ্জ থানা পুলিশ। রায়গঞ্জ সার্কেল বিনয় কুমার এর সার্বিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ হারুন অর রশিদ এর নেতৃত্বে,এস আই নূরে আলম সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোপন তথ্যের ভিত্তিতে চান্দাইকোনা ইউনিয়নের ওমরের ছ মিলের পাশে জম জম দই ঘরের সামনে থেকে ৬ (ছয়)কেজি গাঁজা সহ একজন মাদক কারবারিকে আটক করেছেন।আটকৃত মাদক কারবারি হলেন,মো:স্বপন(৪১)পিতা: রবিউল, সাং: সাবগ্রাম থানা:বগুড়া সদর,জেলা:বগুড়া।