প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

ট্রাস্ট ইসলামী লাইফের বিজনেস পরিকল্পনা সভা অনুষ্ঠিত

 কে.এম. হাছান: আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউট এর অডিটোরিয়ামে ৬ মে সোমবার সকাল ১০টা থেকে দিনব্যাপী ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স এর ‘ব্যবসা পরিকল্পনা সভা – ২০২৪’ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের বিষয়, Discussion on Business Planning and Strategy to achieve goals”. অনুষ্ঠানের মূল থিম Road to 100 Crore. কোম্পানির সিনিয়র ডিএমডি জনাব মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র ডিএমডি জনাব পারভেজ সাজ্জাদ, জনাব জাকির হোসেন, জনাব নুর ই আলম এবং কোম্পানির সকল ডিএমডি ও এএমডিগন। অনুষ্ঠানে বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে আগত কোম্পানির সকল উর্দ্ধতন কর্মকর্তা এবং অফিস ইনচার্জদের ২০২৪ সালের ব্যবসা পরিকল্পনা নিয়ে প্রধান অতিথি হিসেবে কোম্পানির সিইও জনাব গিয়াস উদ্দীন চৌধুরীর কৌশলগত ব্যবসায়িক দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন। তিনি ঘোষনা করেন ২০২৪ সালের ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড সততার সাথে ব্যবসা বৃদ্ধি করে ১০০ কোটি টাকা লক্ষ মাত্রা অর্জন করবে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন