প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

শুভ জন্ম দিন,জন্ম দিনের শুভেচ্ছা

আজ মোঃ আলী হোসেন এর শুভ জন্ম দিন। মোঃ আলী হোসেন গাইবান্ধা জেলার অন্তরগত সাঘাটা উপজেলাধীন ৯ নং কামালেরপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড চাকুলী গ্রামের বাসিন্ধা।তিনি ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক। আজকের এই দিনে আমার প্রাণ প্রিয় শ্রদ্ধা ভাজন নানা ভাই এই  দিনে দুনিয়ায় এসেছিলেন।বাবা মার আদরের দুলাল দেখতে দেখতে হাটিহাটি পা পা করে আজকে আমার নানা ভাই ৬১তম জন্ম দিন পেরিয়ে ৬২ পছরে পদার্পণ করলেন। আগামী দিনের জন্য শুভ কামনা রইলো আপনার জন্য ও আপনার পরিবারের জন্য।আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দানসহ আপনার পরিবারকে সুস্থ রাখুক এই কামনা করছি। শুভ হইক আপনার জন্ম দিন। শুভ জন্ম দিন নানা ভাই।জন্ম দিনের শুভেচ্ছা রইলো। শুভেচ্ছান্তে মোঃ আনছারুজ্জামান রেজুয়ান ইসলাম এম.এ,সম্পাদক দৈনিক কলম যোদ্ধা,সাধারন সম্পাদক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন ও বাংলাদেশ রিপোর্টারস ইউনিট ফোরাম,গাইবান্ধা জেলা।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন