পঞ্চগড় জেলা প্রতিনিধি: তেঁতুলিয়ায় নির্বাচনী ব্যবস্থাপনার আধুনিকায়ন” শীর্ষক দিনব্যাপী কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার ০৪- এপ্রিল সকাল ১০ টায় তেতুলিয়ায় উপজেলা পরিষদ মিলনায়তনে পঞ্চগড়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালী করন (SCDECS) প্রকল্প কর্তৃক আয়োজিত “নির্বাচনী ব্যবস্থাপনার আধুনিকায়ন” শীর্ষক দিনব্যাপী কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সচিব, নির্বাচন কমিশন সচিবালয় মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার, এস, এম, সিরাজুল হুদা পিপিএম , বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশন সচিবালয় ও প্রকল্প পরিচালক (SCDECS)অতিঃ সচিব, অশোক কুমার দেবনাথ, উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা প্রশাসক,মো: জহুরুল ইসলাম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর , আঞ্চলিক, নির্বাচন অফিসার, অঞ্চল, রংপুর আজিজুল ইসলাম, এছাড়াও জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।