প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

হাতীবান্ধা থানা পুলিশের অভিযানে ৪০০ বোতল ফেন্সিডিল সহ ১জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার

চয়ন কুমার রায় লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট পুলিশ সুপার এর দিক নির্দেশনায়, হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইফুল ইসলাম এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত)জনাব নির্মল চন্দ্র মহন্ত,এসআই/ আনোয়ারুল ইসলাম,এসআই মোস্তাকিম, এএসআই/ মোঃ মোর্শেদুল হক, কনস্টেবল/ ৪৯৩ মোহাম্মদ মামুন সরকার, কনস্টেবল/৩৮১মো: বদিউজ্জামান,কনষ্টেবল/৭১১ মো:মেহেদী হাসানসহ হাতীবান্ধা থানাধীন জনৈক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান এর পেট্রোল পাম্পের সামনে লালমনিরহাট গামী পাকা রাস্তার উপর ০৫/০৫/২৪ খ্রি, ০৬,৪৫ ঘটিকার সময় কাভার্ড ভ্যান সহ আসামী ১। মোঃ আলম (৪৫), পিতা,আবু তাহের মাতা-মোছা: রহিমা বেগম,সাং সাভার জলেশ্বর ছায়াবীথি বি-২৮/৪(সিটি সেন্টারের পিছনে ৩ নং ওয়ার্ড, সাভার পৌরসভা, থানা,সাভার, জেলা,ঢাকাকে হাতে নাতে গ্রেফতার করেন। মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বিধি মোতাবেক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন