প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

অসহায় মানিক সাধুকে রিকশা, নগদ অর্থ ও খাদ‍্যসামগী দিল বৈদিক পরিষদ

মোহাম্মদ  আতিকুল্লাহ চৌধুরী : রাউজান চট্টগ্রাম পরিবারের একমাত্র আর্থিক উপার্জন কারী মানিক নন্দী প্রকাশ মানিক সাধু। ভেন চালিয়ে পরিবারের সদস্যদের মুখে দু বেলা খাবার যোগাতেন তিনি। কিছুদিন পূর্বে সেই একমাত্র আয়ের বাহক ভ‍্যানটি চুরি হয়ে যায়। দুশ্চিন্তায় শারীরিকভাবে অসুস্থ হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এখন তার আয়ের পথ একেবারেই বন্ধ হয়ে গেছে। এই খবর শুনে বৈদিক পরিষদের পৃষ্ঠপোষক ক্রীড়াবিধ সুমন দে এর নির্দেশনায় বৈদিক পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার ব‍্যবস্থাপনায় অসহায় মানিক নন্দীকে আয়ের উৎস হিসেবে একটি রিকশা,,, খাদ‍্যসামগ্রী ও নগদ অর্থ উপহার প্রদান করা হয়েছে। ৩রা এপ্রিল শুক্রবার বিকেলে প্রধান অতিথি থেকে এসব উপহার বিতরণ করেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। বৈদিক পরিষদ রাউজান শাখর প্রধান উপদেষ্টা সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপুর সভাপতিত্বে ও বৈদিক পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি পলাশ সেনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার ২য় প‍্যানেল মেয়র এডভোকেট সমীর দাশগুপ্ত, উপদেষ্টা ডাক্তার জয়ব্রত দাশ, রাউজান উপজেলা পূজা উদযাপন কমিটির উজ্জল দাশগুপ্ত, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ তারেক, ছাত্রনেতা মোহাম্মদ নাছির উদ্দিন, সহ সভাপতি উত্তম চৌধুরী, উত্তর জেলার সাধারণ সম্পাদক পিংকু ভট্টাচার্য্য, যুগ্ম সম্পাদক রিটন মহাজন, শিক্ষা সম্পাদক টিপলু চৌধুরী, তথ‍্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিলন বৈদ‍্য শুভ।  এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা সঞ্জয় ঘোষ, তাপস দাশ,বাবলু কান্তি দে, সজল চৌধুরী, নটোরাম চৌধুরী, অজিত দে, সুমি দেবী, বলরাম কান্তি দত্ত, উৎপল দত্ত, মনোজ চক্রবর্তী, শিক্ষক মৃদুল কান্তি মুহুরী, সুজন দে, ছাত্রনেতা প্রীতম দাশ, দেবজিৎ দে, অনিক দাশগুপ্ত, মুনমুন দে সহ সংগঠনের অন‍্যান‍্য সদস্যবৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন