প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বটিয়াঘাটা বালিয়া ডাঙ্গা ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে ভ্যান চুরির অভিযোগ উঠেছে ।

বটিয়াঘাটায় বালিয়া ডাঙ্গা ইউনিয়ন এর তাল বুনিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত জেরে পূর্ব পরিকল্পি ত ভাবে হুমকি-ধামকি সহ ভ্যান চুরির অভিযোগ পাওয়া গেছে । এব্যাপারে ভূক্তভোগী তালবুনিয়া গ্ৰামের আখের আলীর পুত্র মোঃ মাসুদ শেখ (৫৮) বাদী বিবাদীদের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়রী করেছে বলে জানা গেছে । বটিয়াঘাটায় সাধারণ ডায়রী নং ১৩০৫ । তাং -২৭/০৯/২০২৩ ইং । অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাদী মোঃ মাসুদ শেখের সাথে বিবাদী একই এলাকার আহম্মেদ (বড় মিঞা) পুত্র জিয়াউল শেখের বসতবাড়ির জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল । উক্ত বি রোধের জের ধরে গত ১ সেপ্টেম্বর বিবাদী বাদীর বাড়ির সামনে এসে ডাকচিৎকার করে হুমকি-ধামকি ও জীবন নাশ সহ জানমালের ক্ষতি করার হুমকি দিতে থাকে । এক পর্যায়ে বিবাদী ওই দিন গভীর রাতে বাদী মোঃ মাসুদ ও বাদীর বাড়িতে রাখা স্বাক্ষী ভাদাইলবুনিয়া গ্ৰামের মোঃ জামাল শেখার পুত্র মোঃ মনি শেখের দুই জনের ২ টি ভ্যান চুরির ঘটনা ঘটিয়েছে বলে উঠেছে । বাদী মোঃ মাসুদ সহ এলাকাবাসীর ধারণা বিবাদী মোঃ জিয়াউল স্থানীয় ফকিরহাট উপজেলার ভাড়াটিয়া চোরদের যোগসাজশে ভ্যান দুটি চুরি করলেও করতে পারে । এব্যাপারে ভূক্তভোগী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছে ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন