প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁ পল্লী বিদ্যুৎ গ্রাহক কল্যাণ সমিতির কমিটি গঠন

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ : নওগাঁর মান্দায় পল্লী বিদ্যুৎ গ্রাহক কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব আবদুস সাত্তার মিয়াকে আহ্বায়ক ও মনোজিত কুমার সরকার সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে রোববার বেলা ১১টার দিকে প্রসাদপুর বাজারে আবদুস সাত্তার মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন প্রসাদপুর বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আকতারুজ্জামান আল মনসুর, মনোজিত কুমার সরকার, মো. মোস্তফা প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, নিজেদের টাকায় কেনা মিটারে বছরের বছর ধরে ভাড়া গুনতে হচ্ছে গ্রাহকদের। দিতে হচ্ছে ডিমান্ড ও বিবিধ চার্জ। প্রতি মাসের বিলেই অনৈতিক পন্থায় গ্রাহকের কাছ থেকে এভাবে টাকা আদায় করছে পল্লী বিদ্যুৎ সমিতি। এসব জুলুমের হাত থেকে গ্রাহকদের রক্ষা করতেই ‘মান্দা পল্লী বিদ্যুৎ গ্রাহক কল্যাণ সমিতি’ গঠন করা হয়েছে। নওগাঁ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন