প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

মাদারীপুরে সদর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ও হুমকির প্রতিবাদ সংবাদ সম্মেলন

 মোঃ হেমায়েত হোসেন খান মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক প্রার্থী পাভেলুর রহমান শফিক খান ও তার কর্মীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন আনারস প্রতীকের প্রার্থী আসিবুর রহমান খান। রোববার (৫ মে) দুপুরের দিকে আসিবুর রহমান খানের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলায় কর্মরত সাংবাদিকদের সামনে এসব অভিযোগ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে আসিবুর রহমান খান বলেন, শফিক খানের সমর্থকরা আমার সভা সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি, আমার নেতা-কর্মীদের এবং হিন্দু ভোটারদের ভয় ভীতি প্রদর্শন, টাকার প্রলোভোন, এমনকি আমাদের কর্মীদের শারীরিক নির্যাতন ও কোপানো হয়েছে। পোস্টার ছিঁড়ে ফেলে দেয়া এবং দুইজন সরকারি কর্মচারী শফিক খানের মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী কার্যক্রমে অংশ নিচ্ছে। তারা প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চলেছে। আসিব খান অভিযোগে বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদর উপজেলায় কর্মরত উপ-সহকারী মোঃ হেমায়েত হোসেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শফিক খানের পক্ষে প্রচার কাজে অংশগ্রহণ করছেন। তার সঙ্গে বিভিন্ন সমাবেশ করছে এবং তার নিজ নামের ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। একইভাবে শরীয়তপুরে কর্মরত সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য সরকারি গাড়ি যোগে মাদারীপুর সদর উপজেলায় তার নিজ বাড়ি কেন্দুয়া ইউনিয়নের বিভিন্নস্থানে নির্বাচনী সভা সমাবেশে যোগ দিচ্ছেন। যা আচরণবিধি লঙ্ঘন। আসিবুর রহমান খান আরও বলেন, ‘মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ সরকারি গাড়ি ব্যবহার করে শফিক খানের পক্ষে নির্বাচনী প্রচারণার কাজে অংশ নিচ্ছে এটাও আচরণ বিধি লঙ্ঘন।’ এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এজাজুর রহমান আকনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আহমেদ আলী জানান, আমাদের কাছে অভিযোগ আসলে অবশ্যই আমরা সেটা দেখবো। আর এখন পর্যন্ত যা আসছে তা আমরা তদন্ত করছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন