প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

খুলনার দাকোপে বিনামূল্যে ৭৫ হাজার ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নিমূল ক্যাম্পেইন

খুলনার দাকোপে বিনা মূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নিমূল ও ক্ষুরা রোগমুক্ত করণ প্রকল্পের আওতায় দাকোপ প্রায় ৭৫ হাজার প্রাণীকে এ টিকার প্রদান কর্মসূচী কার্যক্রম চলমান রয়েছে। এ লক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক মঙ্গলবার দিনব্যাপি উপজেলার চালনা পৌরসভা ও বাজুয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় পিপিআর রোগ নিমূল ক্যাম্পেইন কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার। এ সময় ডাঃ বঙ্কিম কুমার হালদার বলেন,আগামী ৯ অক্টোবর পর্যন্ত উপজেলার একটা পৌরসভা ও ৯টি ইউনিয়নে ৭৫ হাজার ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নিমূল ও ক্ষুরা রোগমুক্ত করণে ক্যাপিং, প্রতিটি গ্রামে বাড়ী বাড়ী যেয়ে স্বেচ্ছাসেবী কৃত্রিম প্রজননকারী, এফইএএল, ভ্যাকসেনিটর, এলএসপি’র মাধ্যমে পিপিআর রোগ নিমূল ক্যাম্পেইন বাস্তবায়ন করা হবে। তিনি এ কার্যক্রম সফলতার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন