প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার এগিয়ে রুহুল আমিন মিয়া

দিরাই প্রতিনিধি: আসন্ন  ষষ্ঠ দিরাই উপজেলা পরিষদ নির্বাচনের জনপ্রিয়তার শীর্ষে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী রুহুল আমিন মিয়া।এবারে উপজেলাবাসীর সুখে দুখের সাথী হওয়ায়, সাধারণ জনগণের আশার বাতিঘর হয়ে। উপজেলা পরিষদ নির্বাচনে উড়োজাহাজ মার্কার প্রতীক নিয়ে নির্বাচন করছেন রুহুল আমিন মিয়া।  ইতিমধ্যে উপজেলার বিভিন্ন গ্ৰামগঞ্জে রুহুল আমিন মিয়ার নাম শোনা যাচ্ছে। সাধারণ জনগণ বলেন আমরা যোগ্য  একজন প্রার্থী পেয়েছি ভোট দেওয়ার মতো জায়গায় পেয়েছি। ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী রুহুল আমিন মিয়া বলেন, আপনাদের ভোটে যদি আমি জয়লাভ হতে পারি,উপজেলার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। সবার সুখে দুঃখে সাধারণ জনগণের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করে যাবো। এবং এই দিরাই উপজেলা কে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো। তিনি আরো বলেন আমার নির্যাতিত নিপীড়িত অবহেলিত জনগণের জন্য আমাকে প্রয়োজন মনে করে আমি আপনাদের মাঝে  উড়োজাহাজ মার্কার প্রতীক নিয়ে দার হয়েছি। সবার কাছে আকুল আবেদন একটি করে ভোট ও দোয়া চাই আমি যেন দিরাই উপজেলায় জয়যুক্ত হয়ে এই অসহায় নির্যাতিত নিপীড়িত উপজেলা বাসির পাশে থাকতে পারি।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন