প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বান্দরবানে শিশু আইন ২০১৩ শীর্ষক ২ দিনের প্রশিক্ষণ কর্মশালা

 নিজস্ব সংবাদদাতা, বান্দরবান: বান্দরবান পর্যটন মোটেলের সম্মেলন কক্ষে শিশু আইন ২০১৩ শীর্ষক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ অরুণ পাল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বান্দরবান জেলা শিশু আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা কর্মশালার উদ্বোধন করেন। এসময় অন‍্যান‍্যের মধ‍্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ আবুল কালাম এবং ইউনিসেফ এর জাস্টিস ফর চিল্ডন প্রকল্পের ন‍্যাশনাল এক্সপার্ট মোহাম্মদ দেলোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বান্দরবান জেলা শিশু আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা,চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান এবং সিনিয়র জুডিশিয়াল ম‍্যাজিষ্ট্রেট মুহাম্মদ নাজমুল হোছাইন, সিনিয়র জুডিসিয়াল ম‍্যাজিষ্ট্রেট মোঃ নুরুল হক, সিনিয়র জুডিসিয়াল ম‍্যাজিষ্টেট এ এস এম এমরানসহ সিনিয়র জুডিসিয়াল ম‍্যাজিষ্ট্রেটগণ বিভিন্ন সেশন পরিচালনা করেন। বান্দরবানের ৩০ জন আইনজীবী এ কর্মশালায় অংশগ্রহণ করেন। ইউনিসেফ এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। প্রশিক্ষণটি শনিবার ৪মে ২০২৪) বিকালে হবে বলে সংশ্লিষ্ট ওরা জানিয়েছেন। শৈহ্লাচিং মারমা রুমা সংবাদদাতা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন