প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

ডাসারে সম্ভাব্য প্রার্থী”কামরুল হাসান পপি”চেয়ারম্যান হলে দুই হাজার যুবকের কর্মসংস্থান হবে

 মোঃ হেমায়েত হোসেন খান মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসার উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী সি এল টি বিডি প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ কামরুল হাসান পপি চেয়ারম্যান নির্বাচিত হলে তার উল্লেখিত কাজ গুলো শতভাগ বাস্তবায়ন করার জন্য অঙ্গীকার করেন। এবিষয়ে সাবেক ছাত্রলীগ নেতা, বিশিষ্ট শিল্পপতি, সি এল টি বিডি প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ কামরুল হাসান পপি বলেন, আমি নবগঠিত ডাসার উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হওয়ার আগে থেকেই এলাকার অসহায় মানুষের পাশে থেকে সেবা করে আসছি। আমি জনগণের ভোটে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে শতভাগ দুর্নীতি মুক্ত, দুর্বিতায়ণ, সন্ত্রাস , দালাল ও মাদকমুক্ত ডাসার উপজেলা গঠণ করবো বলে অঙ্গীকার করছি। তিনি আরো বলেন,উপজেলার বেকার যুবকদের বেকারত্ব দূরীকরণ , নিজ উদ্যোগে ২ হাজার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো এবং উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কাঁচা রাস্তা গুলো পাকাকরণ ও উপজেলার সাথে সংযোগ স্থাপন। পার্ক নির্মান সহ সকল উন্নয়ন মুলক কাজ গুলো সম্পন্ন করবো। উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রতিটি খাল এর চারপাশে সৌন্দর্য বর্ধনের কাজ গুলো সম্পূর্ণ করব ও নিজ খরচে অসহায় মানুষের পাশে থেকে বৃদ্ধাশ্রম নির্মান কাজ চালু করবো। তিনি আরো বলেন,ডাসার উপজেলার অসহায় মানুষের চিকিৎসার জন্য বিদেশি সংস্থার সহযোগিতায় ক্যান্সার হাসপাতাল নির্মাণ করার পরিকল্পনাও করেছি। সৈয়দ কামরুল হাসান পপি দৈনিক বাংলাদেশের আলো ও ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার প্রতিনিধি মোঃ হেমায়েত হোসেন খানকে আরো জানান। ক্যানসার হাসপাতাল নির্মাণের জন্য প্রয়োজনীয় কাগজ পত্রের কাজ চলমান রয়েছে । এতে ডাসার উপজেলার পাঁচটি ইউনিয়নের শতজন সমাজপতি মানুষকে নিয়ে উন্নয়ন কমিটি গঠন করা হবে,যাদের সিদ্ধান্তের মাধ্যমে নবগঠিত ডাসার উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যানের উন্নয়ন মূলক কাজ গুলো সম্পন্ন করতে বাধ্য থাকবে। আমি ডাসার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে শতজন সমাজপতি মানুষকে নিয়ে উন্নয়ন কমিটির মধ্যে থেকে একজনকে ভোটের মাধ্যমে নির্বাচন করে উন্নয়নের কাজের ধারা অব্যাহত রাখবো। সৈয়দ কামরুল হাসান পপি আর বলেন, আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে প্রাপ্ত যাবতীয় সরকারি সুযোগ-সুবিধা উন্নয়ন কমিটি গঠন করে চেয়ারম্যান সহ কমিটির সকলের পরামর্শে প্রতি (৬ মাস) অন্তর অন্তর একজনকে ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত করে সকল উন্নয়ন মূলক কাজের সুযোগ-সুবিধা গুলো অব্যহতি রাখা হবে। উপজেলা চেয়ারম্যান এর হাতকে শক্তিশালী করার পাশাপাশি উপজেলার উন্নয়ন এবং উপজেলা চেয়ারম্যান এর সকল ভুল কাজগুলো সঠিক ভাবে পরামর্শ দিয়ে উন্নয়নের পথকে সুগম করতে সর্বাত্মক সহযোগিতা করবেন উপজেলার পাঁচটি ইউনিয়নের শতজন উন্নয়ন কমিটি। ডাসার উপজেলার ৫ টি ইউনিয়নের অসহায় পিতা-মাতাদের নিজ খরচে বিনামূল্যে সাধারন রোগের চিকিৎসা ও ঔষধ বিতরন করা হবে। সামাজিক সুরক্ষা, দারিদ্র্য-বিমোচন ফান্ড গঠন, বয়স্কদের কুরআন শিক্ষার ব্যবস্থা চালু করার পরিকল্পনা করেছি। সনাতন ধর্মাবলম্বী ভাইদের ধর্মীয় কাজে কাধে কাধ মিলিয়ে কাজ করে যাবো , মসজিদ- মন্দির সংস্কার করব। নিজ খরচে উন্নয়ন কমিটির সদস্য নিয়ে (৫০ হাজার ) বৃক্ষ রোপন বাস্তবায়ন করব।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন