প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে, আট প্রার্থীর মানোনয়ন পত্র জমা

 মোঃনাজমুল মোরেলগঞ্জ (বাগেরহাট ) প্রতিনিধিঃ আগামী ২৯ মে উপজেলা পরিষদ তৃতীয় ধাপের নির্বাচনে বৃহস্পতিবার (২ মে ) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বাগেরহাটের মোরেলগঞ্জে চেয়ারম্যান পদে সহ তিন জন, ভাইস চেয়ারম্যান পদে দুই জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলার নির্বাচন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। অনলাইনের মাধ্যমে প্রার্থীরা তাদের মনোনয়নপত্রগুলো নিজে ও তাদের প্রতিনিধি মারফত জমা দিয়েছেন। যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মধ্যে চেয়ারম্যান পদে উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. নিয়াকত আলী খান,উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগ আহ্বায়ক এবং বর্তমান ভাইস চেয়ারম্যা, মোজাম্মেল হক মোজাম, উপজেলা জাতীয় পার্টি নেতা মাসুদুর রহমান রেজা। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জামা দিয়েছেন উপজেলা যুব লীগ নেতা রাসেল হাওলাদার, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও সাবেক যুবলীগ সাধারণ সম্পাদক এনামুল হক রিপন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি আজমীন নাহার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, উপজেলা স্কাউট কাউন্সিলর হোসনেয়ারা হাসি। এ উপজেলার পুরুষ ভোটার সংখ্যা ১,৩০,৩১২,মহিলা ভোটার সংখ্যা ১,২৭,০৯৬ হিজড়া ০২ মোট ভোটার সংখ্যা –২,৫৭,৪১০। ভোট কেন্দ্রের সংখ্যা -১১১,মোট বুথের সংখ্যা -৬৪৯। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ০৫ মে, প্রত্যাহারের শেষ সময় ১২ মে। ২৯ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন