প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বাংলার যাত্রা সম্রাজ্ঞী জোৎস্না বিশ্বাসের শুভ জন্মদিন আজ

উজ্জ্বল কুমার সরকার: ২ মে যাত্রা সম্রাজ্ঞী জোৎস্না বিশ্বাসের শুভ জন্মদিন। এই খ্যাতনামা শিল্পীর জন্মদিনে জানাই ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন। জোৎস্না বিশ্বাস – বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে তাঁকে নতুন করে পরিচয় করিয়ে দেবার প্রয়োজন পড়ে না। স্বামী বিখ্যাত নটরাজ অমলেন্দু বিশ্বাস। মেয়ে চলচ্চিত্র ও টেলিভিশনের খ্যাতিমান অভিনয় শিল্পী অরুণা বিশ্বাস। ছেলে মিঠু বিশ্বাস একজন নাট্য নির্মাতা। জোৎস্না বিশ্বাসের জন্ম ২ মে সিরাজগঞ্জে তাঁর পিত্রালয়ে। তবে যাত্রা শিল্পীদের নিয়মিত মহড়া, যাতায়াত এবং থাকা খাওয়ার সুবিধার জন্য নটরাজ অমলেন্দু বিশ্বাস এই শিল্পের আকরভুমি মানিকগঞ্জের জাবরা গ্রামে আলাদা একটি বাড়ি করেছিলেন। সেকারণেই হয়তো জনশ্রুতি আছে যে জোৎস্না বিশ্বাস মানিকগঞ্জের মেয়ে। আসলে মোটেই তা নয়। শৈশব থেকেই সঙ্গীত ও অভিনয়ে আগ্রহী ছিলেন তিনি। ১৯৬০ সালে শুরু করেছেন তিনি তাঁর অভিনয় জীবন। প্রায় তিনশোটিরও বেশি যাত্রা পালায় অভিনয় করেছেন। নিজ গুণেই অর্জন করেছেন ‘যাত্রা সম্রাজ্ঞী’ উপাধি। মঞ্চের পাশাপাশি অভিনয় করেছেন তিনি টেলিভিশন ও চলচ্চিত্রে। লেখালেখি ও গবেষণা করে চলেছেন লোকজ সংস্কৃতি নিয়ে। মঞ্চ ও যাত্রা শিল্পে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ সরকার কর্তৃক তিনি ২০১১ সালে একুশে পদকে ভূষিত হয়েছেন। নওগাঁ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন