প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

পারিবারিক দন্দে ইউপি সদস্য গ্রেফতার

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জ দিরাইয়ে জগদল ইউনিয়নের কলিয়ারকাপন গ্ৰামে ৯নং  ওয়ার্ডের ইউপি সদস্য রুমন চৌধুরী গত রাতে গ্রেফতার । পারিবারিক ঝগড়া কে কেন্দ্র করে গত ১০ রমজানে অনুমতি বিকাল ৫ ঘটিকায় নিজ বাড়িতে কথাকাটাকাটি করে এক পর্যায়ে ইউপি সদস্য রুমন চৌধুরী ও তার দলবল নিয়ে ভুক্তভোগী নাঈম হোসেন রনির উপর ইটপাটকেল নিয়ে ছুড়াছুড়ি হলে উভয় পক্ষের লোকজন আহত হন পরবর্তীতে কালে নাঈম হোসেন রনি বাদি হয়ে দিরাই থানায় মামলা দায়ের করলে উক্ত মামলার এজাহার ভুক্ত আসামি রুমন চৌধুরী কে গত রাতে দিরাই থানা পুলিশ এস আই অনুজ কুমার দাসের নেত্রীত্বে অভিজান চালিয়ে গত রাত আনুমানিক ১১ ঘটিকায় ইউপি সদস্য রুমন চৌধুরী কে গ্ৰেফতার করে দিরাই থানায় নিয়ে আসে বিষয়টি নিশ্চিত করেন দিরাই থানা তদন্ত অফিসার রতন দেবনাথ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন