প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২১জন প্রার্থীর মনোনয়ন জমা দোয়ারাবাজার

সুনামগঞ্জ প্রতিনিধিঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের দোয়ারাবাজারে (৩য় ধাপ) তিন পদে ২১ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (০২ মে) বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা অনলাইনের পাশাপাশি সরাসরিও মনোনয়ন পত্র জমা দিয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরের তথ্য অনুযায়ী, ৩য় ধাপে আগামী ২৯ মে দোয়ারাবাজার উপজেলায় নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, উপজেলা আ’লীগের আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম জুয়েল, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী, দেওয়ান আসিদ রাজা চৌধুরী, অ্যাডভোকেট মো. চানমিয়া, মো. নুরুল আমিন। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন, জে ইউ সেলিম, মো. আবু বকর ছিদ্দিক, মো. জিয়াউর রহমান, মো. বশির আহমদ, মো. রাসেল মিয়া, মো. আবুল কালাম, শরীফ আহমদ, নুর হোসেন মো. আবদুল্লাহ, মো. তাজির উদ্দিন, সোনা ধন দে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন, মোছা. শিরিনা বেগম, ছালেহা বেগম, লাইলী বেগম, বেগম শামসুন নাহার, ঝর্ণা রানী দাশ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন