প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

আদিতমারীতে স্বেচ্ছায় রক্তদান প্রতিষ্ঠানের সভাপতি কামরুজ্জামানের শুভ জন্মদিন আজ

 মোঃ ইব্রাহিম সরকার স্টাফ রিপোর্টার: স্বেচ্ছায় রক্তদান প্রতিষ্ঠানের সভাপতি মোঃ কামরুজ্জামান আবুর জন্মদিন আজ ০৩ মে ২০২৪। মেধাবী, পরিশ্রমী ও চৌকস মানবিক এই সভাপতির জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন তার শুভাকাঙ্ক্ষী সকলেই। লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের ১ নং ওয়াডের এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা জনাব, মোঃফারুক মিয়া মহিষখোচা ইউনিয়ন ১ নং ওয়াডের সাবেক মেম্বার। তার বাবা একাধারে একজন সফল ব্যবসায়ী। জন্মদিনে তার অনুভূতি ও আগামী দিনের প্রত্যাশার কথা জানতে চাইলে কামরুজ্জামান আবু বলেন, মহান সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি লক্ষ কোটি শুকরিয়া তিনি আমাকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন। জন্ম থেকে মৃত্যুর এই সংক্ষিপ্ত সময়টাকে ভালো কর্মের মাঝে নিয়জিত রাখতে চাই কারণ জীবন প্রদীপ নিশ্চিত একদিন নিভে যাবে শুধু থেকে যাবে আমার কর্মফল। ধন্যবাদ সবাইকে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন