প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁ যুবলীগের সাধারণ সম্পাদক বিমান চন্দ্র রায় পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ: নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় টানা দাবদাহে অতিষ্ঠ জনজীবন। এই দাবদাহ থেকে একটু স্বস্তি দিতে পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করছেন জেলা যুব লীগের সাধারন সম্পাদক শ্রী বিমান কুমার রায়। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে শহরের তাজের মোড়ে তার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতাকর্মীকে নিয়ে রিকশাচালক, অটোরিকশাচালক, শিক্ষার্থীসহ পথচারীদের কাছে গিয়ে এক বোতল পানি ও স্যালাইন হাতে তুলে দেন। এসময় তীব্র দাবদাহে পানি ও খাবার স্যালাইন পেয়ে রিকশাচালক-পথচারীরা খুশি হয়ে অনেকেই তাদের মাথায়, শরীরে হাত বুলিয়ে দেন। এ বিষয়ে জেলা যুবলীগের সাধারন সম্পাদক শ্রী বিমান কুমার রায় জানান- যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরম ও সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপির নির্দেশে তীব্র গরমে পিপাসার্ত ৫০০ পাথচারীদের মাঝে এই পানি ও স্যালাইন বিতরন করা হলো। আমরা চেষ্টা করছি সামর্থ্য অনুযায়ী এসব মানুষের পাশে দাঁড়ানোর। এমন দাবদাহে মানুষ যাতে উপকৃত হয় এজন্য আমরা এই কার্যক্রমও অব্যাহত রাখবো। এসময় উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আরিফ দেওয়ান, সাবেক অর্থ সম্পাদক কাজী আরিফ ইসতিয়াক, যুবলীগ নেতা সুশান্ত সরকারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নওগাঁ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন