প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা

পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা।
পাইকগাছায় দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে পরিমাপে কম দেওয়ায় এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে জ্বালানি তেল ক্রেতাদের (পেট্রেল, অকটেন, ডিজেল) পরিমাপে কম দেওয়ায় পৌরসভার দুই ব্যবসায়ীকে ১লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পৌরসদরের আসিফ ফিলিং স্টেশন ও জিরো পয়েন্ট সংলগ্ন জয় মা এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন। এসময় পৌরসদরের আসিফ ফিলিং স্টেশন ও জিরো পয়েন্ট সংলগ্ন জয় মা এন্টারপ্রাইজে জ্বালানি তেলের পরিমাপক যন্ত্রে কারচুপি করে গ্রাহকদের তেল পরিমাণে কম দেয়ার প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। এতে আসিফ ফিলিং স্টেশনকে ৮০ হাজার টাকা ও জয় মা এন্টারপ্রাইজ কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন জানান, নিয়মিত বাজার অভিযানের অংশ হিসেবে এ জরিমানা করা হয়েছে।ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আরো উপস্হিত ছিলেন, খুলনা বিএসটিআই পরিদর্শক মো: রাকিব ইসলাম সহ সঙ্গীয় ফোর্স।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন