প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বালিয়াকান্দিতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০বাস্তবায়নে ভ্রাম্যমান আদালত পরিচালিত

বালিয়াকান্দিতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০বাস্তবায়নে ভ্রাম্যমান আদালত পরিচালিত
রাজবাড়ী বালিয়াকান্দিতে মৎস্য সুরক্ষা আইন ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচারনা করা হয়।
সোমবার (২ অক্টোবর) সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মো হাসিবুল হাসান।
উপজেলার বারেকগ্রাম আবাসন এলকা,মাশালিয়ার বিল, বাঘুটিয়ার বিল এলাকা,, চন্দনা নদী সহ বিভিন্ন উন্মুক্ত জলাশয়েএ অভিযান পরিচালনা করে শতাধিক চায়না দুয়ারী জাল,৫০০০ হাজার মিটারের অধিক কারেন্ট জাল আটক করাহয়।যার আনুমানিক বাজার মুল্য ৫লক্ষ্য টাকার চায়না দুয়ারি ১লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়।
এছাড়া বহরপুর বাজারে পাটজাত পণ্য ব্যবহার আইনের ২০১০ এর ধারা ভঙ্গের দায়ে হক ট্রেডার্স কে ৫হাজার টাকা জরিমানা করা সহ সতর্ক করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আজিমউল ইসলাম,উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ সহ অন্যানরা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন