প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

যথাযথ মর্যাদায় জাতির সূর্য সন্তান রবিউল ইসালামের দাফন সম্পন্ন

যথাযথ মর্যাদায় জাতির সূর্য সন্তান রবিউল ইসালামের দাফন সম্পন্ন
গত ৩.১০.২০২৩ পঞ্চগড় সদর উপজেলার ১ নং অমরখানা ইউনিয়নের বিদ্যাভিটা গ্রামের মরহুম হবিবর রহমানের ছেলে বীর মুক্তিযুদ্ধা রবিউল ইসলাম এর জানাযা সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১১ টায় স্থানীয় ২নং আনন্দমনী সরকারি প্রথমিক বিদ্যালয়ের মাঠে জানাযা অনুষ্ঠিত হয়।এসময় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় নির্বাহী কর্মকর্তা এ,কে,এম রায়হানুর রহমান সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উপস্থিতিতে গ্রাড আব অর্নার দেওয়া হয়। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সিএ মোঃ হাবিবুর রহমান । বীর মুক্তিযুদ্ধেরা, ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী গণ সহ এলাকাবাসী অনেকেই। রবিউল ইসলাম মহান মুক্তিযুদ্ধে ৬নং সেক্টরে মুজিব বাহিনীর (গ) শাখায় যুদ্ধ করেছেন।#

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন