প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

খুলনার দাকোপে বেড়িবাঁধ ভাঙ্গনে আতঙ্কে এলাকাবাসী

খুলনার দাকোপে বেড়িবাঁধ ভাঙ্গনে আতঙ্কে এলাকাবাসী
খুলনার দাকোপ উপজেলায় বেড়িবাঁধ ভাঙ্গনে আতঙ্কে এলাকাবাসী। এলাকা ঘুরে দেখা যায় উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে। দাকোপ উপজেলার বটবুনিয়া ইউনিয়নের বাজার সংলগ্ন রাস্তাসহ কয়েকটি স্থানে নদীর তীরবর্তী এলাকায় নদী ভাঙ্গনে বেড়িবাঁধ ভাঙ্গন আতঙ্কে সংশ্লিষ্ট এলাকাবাসী। এলাকাবাসী সুত্রে জানা যায়, কয়েক দিনে ভারী বৃষ্টিতে ও এলাকায় বিভিন্ন নদ-নদীতে জোয়ারে পানি বৃদ্ধির কারণে সোমবার ( ২ অক্টোবর ) বিকেলে ভদ্রা নদীর তীরে তিলডাংগা ইউনিয়নের বটবুনিয়া বাজার সংলগ্নে ওয়াবদা রাস্তায় ভাঙ্গন দেখা যায়। এলাকার মানুষের মাঝে ভাঙ্গন আতঙ্ক বিরাজ করছে। যে কোন সময় ওয়াবদা রাস্তা ভেঙ্গে ভিতরে পানি প্রবেশ করে এলকার হাজার হাজার বিঘা জমির চলতি মৌসুমের আমন ধানের বীজতলা তলানো সহ পুকুরের মাছ ভেসে যেতে পারে এবং এলাকার মানুষের ঘরবাড়ী পানি উঠতে পারে বলে ইউপি চেয়ারম্যান গাজী জালাল উদ্দীন জানান।
তিনি আরও জানান, বিষয়টি তৎক্ষণাৎ দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খানসহ নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীকে মুঠোফোনে জানানো হয়েছে। নির্বাহী অফিসার অফিসিয়াল কাজে বাহিরে যাওয়ার কারনে, ভাঙ্গন এলাকা আগামীকাল পরিদর্শন করবেন উপজেলা চেয়ারম্যান বলে জানা যায়।
এব্যাপারে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী এর সাথে কথা হলে তিনি বলেন আমি খবর পেয়েছি, অফিসিয়াল কাজে ঢাকার উদ্দেশ্য যাওয়ার কারনে এলাকার মানুষের সাথে কথা বলে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোডের প্রকৌশলীসহ ডিজি মহোদয়কে বিষয়টি তাৎক্ষণিক ভাবে জানানো হয়েছে। আশা করি উনারা তাড়াতাড়ি এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন