প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মেয়ের জন্মদিনে শুভেচ্ছা বার্তা বাবার

জন্মদিনে
খুলেছিলি তোর চোখ,
০২-ই অক্টোবর,
প্রথম দেখেছিলি আলো,
বেরিয়েছিল মুখের স্বর।

সবই ছিল,
অচেনা, অজানা,
শুধু মা ছাড়া,
কিছুই বুঝতিস না।

চোখের আড়ালে, থাকলে মা,
কান্না কিছুতেই থামাতিস না,
যতক্ষণ না আদর করে,
ছড়া বলত মা, নানান সুরে।

হঠাৎ ভয় পেয়ে,
ধরতিস মা কে জড়িয়ে,
হাসতিস খিলখিল করে,
মায়ের দিকে তাকিয়ে।

পড়তিস কত কবিতা,
হয়তো না বুঝে,
বানানো রূপকথা,
মেনে নিতিস সহজে।

মিছে কাদতিস কখনও,
চোখে হাত ঘষে,
প্রিয় খেলনা না দিলে,
না খেয়ে থাকতিস বসে।

ছোটো ছোটো পায়ে,
দুই হাত বাড়িয়ে,
ছুটতিস মায়ের দিকে।
চুমু দিয়ে মা,
কোলে তুলে নিত,
তার সোনামণি মেয়েকে।

বাবা-মা কে খুশি করে,
হাসি কান্না নিয়ে,
পৃথিবীতে আসলি।
প্রতি বছর যেন,
একটু হেসে, বলতে পারি,
শুভ জন্মদিন, “মোছাঃ আফিয়া ইবনাত (খুসবু)

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন