প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় মহিলা মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল
উপজেলার নিয়ানপুর গ্রামের
জমরত আলীর ৩য় মেয়ে বীর মুক্তিযোদ্ধা আমেনা বেওয়া (৮০) বার্ধক্যজনিত কারণে ১অক্টোবর রবিবার দিবাগত রাত ৮টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ইন্নালিল্লাহি ——– রাজিউন। মৃত্যুকালে তিন ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
২অক্টোবর সোমবার সকাল
সাড়ে ১১ টায় পিতার পারিবারিক গোরস্থান দোসিয়ায় তার সমাধি করা হয়।
উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান, ওসি গুলফামুল ইসলাম মন্ডলের
উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায়
গার্ড অফ অর্নার প্রদান করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, সাবেক মেয়র আলমগীর সরকার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বীর মুক্তিযোদ্ধাগন সহ অসংখ্য গুনাগ্রাহী ও মুসল্লিগন উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন