প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

টাঙ্গাইলের মির্জাপুরে দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

টাঙ্গাইল প্রতিনিধি: বুধবার রাত ১০টা ২০ মিনিটের দিকে বাজারের মসজিদ মার্কেটের বিপরীত পাশে তোফাজ্জল মার্কেটের হাসান’স নামক গার্মেন্টস দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই দোকানে থাকা নগদ টাকা ও ৩০লক্ষ্য টাকার অধিক মূল্যের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১০টা ২০ মিনিটের দিকে তোফাজ্জল মার্কেট সংলগ্ন মসজিদ মার্কেটের পাশে বিকট শব্দ হয় বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারে আগুন লাগে। তখনই হাসান’স নামক ওই দোকান থেকে ধোঁয়া বের হতে দেখতে পায় স্থানীয়রা ওই দোকানের কেচি গেটের তালাও শাটার ভেঙে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নেভানোর কাজ করে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ অগ্নিকাণ্ডে ওই দোকানের মালিক ইঞ্জিনিয়ার হাসান শাহরিয়ার ও পুলিশে কর্তব্যরত মামুন সাহেব বলেন, কি থেকে কি হলো বুঝতেই পারলাম না। আগুনে দোকানের সব মালামাল পুড়ে গেছে। তার ৩০লক্ষাধিক টাকার অধিক মূল্যের মালামাল পুড়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন। মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার মতিউর রহমান জাতীয় দৈনিক মাতৃজগত কে বলেন, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টা নির্বাপণ করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, আশে পাশে পর্যাপ্ত পরিমাণ পানির ব্যাবস্থা না থাকায় ক্ষতির পরিমাণ বেশী হয়েছে, পানির কোনো রিজার্ভ ট্যাংক নেই মার্কেটে তিনি মির্জাপুর বাজার বণিক সমিতির উদ্দেশ্যে বলেন যাতে ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে পর্যাপ্ত পানির ব্যাবস্থা থাকে তাহলে ফায়ার সার্ভিস কাজ করতে সুবিধা পাবে।তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিক তা জানাতে পারেনি এই কর্মকর্তা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ। এসময় তিনি ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট দপ্তরকে আগামী তিন কার্য দিবসের মধ্যে আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানোর জন্য নির্দেশ প্রদান করেন এবং ফায়ার সার্ভিস সহ মির্জাপুর বাজার বণিক সমিতি ও ব্যবসায়ী সহ সকল সংশ্লিষ্ট দের একটা জরুরী মিটিং আয়োজনের কথা বলেন ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন